বঙ্গোপসাগরে ফিশিং জাহাজ ডুবির ঘটনায় একজন নিহত ও ১০ জন নিখোঁজ রয়েছেন । শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কক্সবাজার হতে ৩৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩ জন ক্রু সহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং জাহাজটি ডুবে যায়। নিহত ব্যক্তির লাশ কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।
এদের মধ্যে ১২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১০ জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। জাহাজ ডুবির কারণ, নিহত ও নিখোঁজ কারো পরিচয় জানা যায়নি।
জানতে চাইলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ডুবে যাওয়া ফিশিং জাহাজটির ১২ জনকে এলএনজি বাহী জাহাজ ও সী পাওয়ার- ১ নামের একটি ফিশিং জাহাজ উদ্ধার করেছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ নজরুল ও নৌবাহিনীর জাহাজ অপরাজেয়।
সাইফুল ইসলাম জানান, ডুবে যাওয়া বোর্ডটি কাঠের তৈরী ছিল। কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কোস্টগার্ডের আরো একটি জাহাজ পাঠানো হয়েছে। সর্বশেষ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত আর কাউকে জীবিত বা লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
এএস/এসএইচ