বঙ্গোপসাগরে তলা ফুটো হয়ে আবুল খায়ের গ্রুপের জাহাজ ডুবি

চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে তলা ফুটো হয়ে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নোয়াখালীর ভাসানচর এলাকার ৩ নটিক্যাল মাইল আগে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ‘টিটু-১৯’।

কোস্টগার্ড চট্টগ্রাম জোনের কর্মকর্তা কমান্ডার হাবিবুর রহমান বলেন, ১২৫০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। পথে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি ডুবে গেলেও জাহাজে থাকা ১৩ নাবিককে নিরাপদে উদ্ধার হয়েছে।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে জাহাজ ডুবির কারণে অন্যান্য জাহাজ চলাচলে কোন ধরনের অসুবিধা হয়নি।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!