বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাকে বাদ্যযন্ত্র উপহার দিলেন সাংস্কৃতিক সংগঠক

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাকে হারমোনিয়াম-তবলা উপহার দিলেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাংস্কৃতিক সংগঠক জামাল হোসাইন মঞ্জু।

২০ আগস্ট সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির পরিচালক সুশান আলোয়ার চৌধুরীর হাতে এসব বাদ্যযন্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাকে বাদ্যযন্ত্র উপহারের জন্য চ্যানেল এস-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোপ্রধান সাংস্কৃতিক সংগঠক জামাল হোসাইন মঞ্জুকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় কমিটির পরিচালক সুশান আলোয়ার চৌধুরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm