বঙ্গবন্ধু শিল্পনগরে ৫০০ একর জমিতে ‘গার্মেন্ট পল্লী’ বানাবে বিজিএমইএ

চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নির্মিত হবে গার্মেন্ট পল্লী। ৫০০ একর জমির ওপর এই গার্মেন্ট পল্লী নির্মাণ করবে গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা জায়গা পরিদর্শনে আসেন।

বঙ্গবন্ধু শিল্পনগরে ৫০০ একর জমিতে ‘গার্মেন্ট পল্লী’ বানাবে বিজিএমইএ 1

বরাদ্দকৃত ৫০০ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে আমরা ৫০০ একর জমি নিয়েছি। এগুলো আমাদের সদস্যদের কাছে ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।’

প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না— এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আমরা দেখেছি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার এটিও এখনো করা হয়নি। এসব বিষয় নিয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তার সঙ্গে বৈঠক করবো।’

কবে নাগাদ গার্মেন্ট পল্লীতে বিজিএমইএ কারখানা নির্মাণকাজ শুরু করবে—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাতো চাই আগামী কালকেই করতে, কিন্তু তাতো আর হচ্ছে না। তবে আশা করছি শিগগির আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারবো এবং তারা দ্রুততম সময়ের মধ্যে কারখানার নির্মাণকাজ শুরু করবে।’

এদিকে বিজিএমইএ সভাপতি পরিদর্শনকালে বেজা’র কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় বেজাকে তারা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী এবং পরিচালক আবু হাসনাত চৌধুরী।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm