বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার জন্য : বাবর

‘যুগ যুগ ধরে চিরায়ত বাংলা সর্বজনীন বোধে অসাম্প্রদায়িক চেতনার পীঠস্থান। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। যার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।ধর্মীয় ভাবধারায় যার যার ধর্ম সেই নির্বিঘ্নে পালন করে যাচ্ছে শেখ হাসিনার বদৌলতে।’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের সপ্তমী পূজায় চট্টগ্রামের নন্দনকানন পূজা উদযাপন পরিষদ রথের পুকুর পাড় বালক সাধু আশ্রমে রোববার (২ অক্টোবর) রাতে পূজা পরিদর্শন করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী অরুণ কান্তি দাস (কানু), সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, এএম কুতুবউদ্দিন চৌধুরী, রথের পুকুর পাড় বালক সাধু আশ্রমের সভাপতি সুমন মজুমদার, সাধারণ সম্পাদক মিনাল কান্তি দত্ত, আশীষ চক্রবর্তী বাচ্চু, সুব্রত দত্ত বাবু, রৌদ্রেন দে চৌধুরী বাবুন, বাবু চক্রবর্তী, তপন চক্রবর্তী (জুনু), অনিক চক্রবর্তী জিতু, রাহুল দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm