গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে পটিয়া প্রেস ক্লাবের নেতারা।
শনিবার (২৩ জুলাই) সকালে পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার নেতৃত্বে পটিয়ার সাংবাদিকরা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, প্রেস ক্লাব সহ সভাপতি আবদুর রাজ্জাক, এটিএম তোহা, যুগ্ন সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরী সদস্য এসএমএকে জাহাঙ্গীর, আহমদ উল্লাহ, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিঞ্জু, সাংবাদিক এসএম রহমান, শাহজাহান চৌধুরী, সুজিত দত্ত, কাউছার আলম, গোলাম কাদের, ওবাইদুল হক পিপলু, মো. মহিউদ্দিন, আনম সেলিম, সঞ্জয় সেন।
পরে জাতির জনকের কবর জেয়ারত ও দোয়া মোনাজাত শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন সাংবাদিক নেতারা।
ডিজে