বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের দোয়া মাহফিল

চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেল ৪টায় নন্দনকাননে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানের সহধর্মিণী
তানজিয়া রহমান বলেন, আজকের এই দিনটি ইতিহাসের একটি কালো অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে ষড়যন্ত্রকারী স্বাধীনতাবিরোধী চক্র বাঙালির জাতীয়তাবাদকে সমূলে নির্মূল করতে চেয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন নৃশংস হত্যাকাণ্ডের নজির আর নেই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পাশাপাশি ঘাতক চক্র বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পরিবারবর্গকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে বাদ যায়নি শিশুসহ অন্তঃসত্ত্বা নারীরাও।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন ও মানবতাবাদী নেতৃত্ব এদেশের মুক্তিকামী মানুষের মনে স্বাধীনতার ঢেউ তুলেছিল। সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে নিজেদের জীবন বাজি রেখেছিল। বঙ্গবন্ধু আজও আন্তর্জাতিক পর্যায়ে মহান স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক হিসেবে খ্যাত।

সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিণী শারমিন আক্তার, লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সহধর্মিণী মিশকাত আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসকের (এলএ) সহধর্মিণী ফারজানা ইয়াসমিন, সেকুয়া জয়রীন, শারমিন সুলতানা সেতু, পিংকি ঢালী, মোছা: শ্রাবণী খাতুন, সঞ্চিতা কুন্ডু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm