বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরা স্বাধীনতার অপশক্তি, আলোর মিছিলে রাণা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেছেন, ‘বঙ্গবন্ধু শুধু বিশেষ রাজনৈতিক দলের নেতা নন, তিনি গোটা বাঙালি জাতির নেতা, জাতির পিতা। তাকে আজও যারা অবজ্ঞা করেন, অশ্রদ্ধা করেন তারা বাঙালি জাতির শত্রু, স্বাধীনতাবিরোধী। এসব স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো গোটা জাতির কর্তব্য।’

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা চত্বরে থেকে আলোর মিছিল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটি।

রাণা দাশগুপ্ত বলেন, ‘বঙ্গবন্ধুর উজ্জ্বল ভাবমূর্তি ব্যবহার করে যারা ব্যক্তিস্বার্থ চরিতার্থে তৎপর, তারা জনগণের শত্রু। এদেরও রুখে দাঁড়াতে হবে। শোককে শক্তিতে পরিণত করে চলমান আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।’

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দু নন্দন দত্ত, শ্যামল কুমার পালিত ও অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। এছাড়া সংগঠনের চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দসহ থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোর মিছিল নগরীর আন্দরকিল্লা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!