বকেয়া পরিশোধের শর্তে ১২ ঘণ্টা পর আন্দোলন থামিয়ে সড়ক ছেড়েছেন আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা। তবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বকেয়া পরিশোধ না করলে আবারও আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম নগরীর বায়েজিদে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান শ্রমিকরা। পরে মালিকপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছাড়েন আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেডের পোশাককর্মীরা।
জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের বকেয়া বেতন না পাওয়ায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সড়ক অবরোধের মধ্যে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। এতে আরও উত্তেজিত হয়ে পড়েন অন্যান্য শ্রমিকরা। এ সময় টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি।
পরে সন্ধ্যায় বকেয়া পরিশোধের শর্তে আইনশৃঙ্খলাবাহিনীর মধ্যস্থতায় সড়ক ছেড়ে যান আন্দোলনরত শ্রমিকরা।
তবে মঙ্গলবার কর্মস্থলে যোগদান করলেও বকেয়া বেতন না পেলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেন পোশাককর্মীরা।
শিল্প পুলিশ-৩ এর সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, মালিকপক্ষ থেকে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বেতন পরিশোধ করা হবে, বাকি অর্ধেকসহ জানুয়ারি মাসে বেতন ফেব্রুয়ারির ২৭ তারিখের মধ্যে পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন। আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ায় এখন সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
আরএ/ডিজে