বউয়ের সঙ্গে ঝগড়া থামাতে এসে বাবা খুন ছেলের হাতে

স্ত্রীর সাথে ঝগড়া থামাতে আসায় মেজাজ হারিয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করলো পুত্র। ঘটনার পর ঘাতক পুত্র পালিয়ে যায়।

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাচা মিয়ার ঘোনা এলাকায় শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৬০)।

শুক্রবার সন্ধ্যায় রুমালিয়ারছরা বাচা মিয়া ঘোনার নিজ বাড়িতে আবদুর রহিমের ছেলে মো. আয়ুব পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীকে মারধর করেন।

এসময় আবদুর রহিম এসে ঝগড়া মিমাংসার চেষ্টা করলে মেজাজ হারিয়ে বাবাকে ছুরিকাঘাত করে আয়ুব। গুরুতর আহত আবদুর রহিমকে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই আয়ুব পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm