ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রাণ গেল হোটেল বেস্ট ওয়েস্টার্ন কর্মচারীর

0

চট্টগ্রাম নগরের জিইসি মোড় ইউনেস্কো সিটি সেন্টারের সামনে ফ্লাইওভারে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ওমর ফারুক তানিম চৌধুরী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নগরের আগ্রাবাদের চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন এর কর্মচারী।

তানিমের বাড়ি হাটহাজারীর ধলই ইউনিয়নে। তিনি ধলাই গ্রামের শাহ আলমের ছেলে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহী আইল্যান্ডে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

s alam president – mobile

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!