ফ্লাইওভারে দাঁড়িয়ে ঘুড়ি উড়ানোর ছলে ছিনতাই করে ওরা

দেখে মনে হবে ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়ানোর ছলে ফ্লাইওভারে ওৎ পেতে থাকে কিশোর ছিনতাইকারীরা। সুযোগ বুঝে মাঞ্জা (আঠালো আটা) মাখা ধারালো সুতো বেঁধে দেয় ফ্লাইওভারের দুই পাশে। তাদের প্রথম টার্গেট মোটরসাইকেল আরোহীরা। সু্তো গলায় আটকে পড়ে যান তারা। তখন ছিনতাইকারীর সদস্যরা দৌঁড়ে আসে সাহায্য করতে। সে ছলে ছোরা ধরে মোবাইল, মানিব্যাগসহ সব কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।

মঙ্গলবার ( ৪ আগস্ট) ছিনতাইয়ের উদ্দেশ্যে ফ্লাইওভারে সুঁতাে বাঁধার সময় দুটি ছোরাসহ দুই কিশোরকে হাতেনাতে আটক করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

আটককৃতরা হল পাঁচলাইশ থানার ষোলশহর স্টেশন এলাকার মো. আমিরের ছেলে মো. সাগর (১৭), পাঁচলাইশ থানার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার পেছনে মহিউদ্দিনের ভাড়া বাসার মো. ইমলাক মিয়ার ছেলে মো. রাসেল (১৬)

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, আমরা প্রতিদিন অভিযান চালাই ফ্লাইওভার এলাকা। সুঁতো বাধা ছিনতাইকারী ও আশপাশের এলাকার অন্য ছিনতাইকারীদের বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছি। আজ দুজনকে সুতো বাঁধার সময় হাতনাতে আটক করি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!