বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল খুঁজে পায়নি বিশেষজ্ঞ দল

0

চট্টগ্রামের বহদ্দারহাট এমএ মান্নান ফ্লাইওভারের নকশা বহির্ভূত পিলারে কোনো ফাটল পায়নি বিশেষজ্ঞ দল। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে কনসালটেন্সি প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের (ডিপিএম) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএ সোবহানের নেতৃত্বে একটি দল ওই পিলার পরিদর্শন করে।

চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য জানান চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। ফলে দ্রুত সময়ের মধ্যে ওই র‌্যাম্প দিয়ে যানচলাচল আরম্ভ করতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন সিডিএ’র দায়িত্বশীলরা। তবে আপাতত হালকা যানবাহন এই র‌্যাম্প দিয়ে চলাচল করবে।

মাহফুজুর রহমান বলেন, ‘বিশেষজ্ঞ দলের মতামতের অপেক্ষায় ছিলাম মূলত। ডিপিএম এর পরিচালক প্রকৌশলী মো. শাহাজাহান আলম ও ডিপিএম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সামি মুহাম্মদ রেজাও ছিলেন। তারা ওই পিলারে কোনো ফাটল খুঁজে পাননি।’

s alam president – mobile

‘ওই র‌্যাম্প নির্মাণের সময় পিলারের জয়েন্টে ফোম ব্যবহার করা হয়েছে। ওই ফোমগুলো বের হয়েছিলো মূলত। ওটা ফাটলের মত দেখা গেছে। বিশেষজ্ঞ দল পরিদর্শনের সময়ে ফোমগুলো পরিষ্কার করা হয়েছে। এসময় ফোম ও খোলা কংক্রিট পেয়েছি, এটা নরমাল।’

র‌্যাম্প যান চলাচলের জন্য কবে খুলে দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতোমধ্যেই খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে এই র‌্যাম্পটি হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হয়েছিলো। নকশাও সেভাবেই করা। তাই ভারী যানবাহন যেন চলতে না পারে, সেজন্য র‌্যাম্পের মুখে বেরিয়ার তৈরি করা হবে। বেরিয়ার তৈরি হয়ে গেলেই খুলে দেয়া হবে।’

এআরটি/কেএস

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!