চট্টগ্রামে বিএসআরএমের ফ্রোবেল একাডেমি ও ফ্রোবেল প্লে স্কুলের স্বাস্থ্যসেবা চুক্তি করেছে এপিক হেলথ কেয়ার। এপিক হেলথ কেয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ল্যাব গাইডলাইন আইএসও ১৫১৮৯ এক্রিডিটেশনপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ও একমাত্র ল্যাব।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএসআরএম গ্রুপের মালিকানাধীন ইংরেজি মাধ্যম স্কুল ফ্রোবেল একাডেমি ও ফ্রোবেল প্লে স্কুলের স্বাস্থ্যসেবা সংক্রান্ত এই চুক্তি করে এপিক হেলথ কেয়ার।
এই চুক্তির অধীনে স্কুলগুলোর সকল পরিচালক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার এপিকের সকল শাখায় বিশেষ কর্পোরেট সুবিধা ভোগ করবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএমের পরিচালক ও ফ্রোবেল একাডেমির প্রিন্সিপ্যাল হুরা জোহাইর, বিএসআরএমের পরিচালক সাবিন আমীর, হেড অব স্কুল নুসরাত খান ও হেড অফ এডমিন আমজাদ হোসেন এবং ফ্রোবেল প্লে স্কুলের হেড অব এডমিন মইনুল ইসলাম টুটুল।
অন্যদিকে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, কর্পোরেট ও ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জহির রায়হান, এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।