ফ্রি ছবি পেতে গুগল সার্চের যতো কৌশল

অনেক সময় কোনো ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে গেলে তাতে কপিরাইট চিহ্ন থাকে। এ ধরনের ছবি ব্যবহার করা আইনসিদ্ধ নয়। ফলে ছবি পছন্দ হলেও তা অনেক সময় তা কাজে লাগানো যায় না। ছবি ব্যবহার করতে কিছু ওয়েবসাইট সাবস্ক্রিপশন সেবা দিয়ে থাকে। এমন তিনটি ওয়েবসাইট হলো গেটি ইমেজেস, আইস্টক ও শাটারস্টক। অর্থের বিনিময়ে তাদের ছবিগুলো নেওয়া যায়।

তবে মাসিক ভিত্তিতে সাবস্ক্রাইব করতে না চাইলে ব্যবহার করা যেতে পারে গুগল ইমেজ। সেখান থেকে কপিরাইট ফ্রি ছবি নিতে চাইলে ছবির টপিক লিখে সার্চ দিতে হবে। এরপর ‘image’ অপশনে ক্লিক করতে হবে। উপরের দিকে ডান দিকে থাকা Tool অপশনে ক্লিক করে usage right এ ক্লিক করতে হবে। এরপর Not filtered by lisence অপশনটি বেছে নিলেই কপিরাইট ফ্রি ছবিগুলো সার্চ রেজাল্টে চলে আসবে।

এছাড়াও, কিছু ফটোগ্রাফি সাইট আছে যেখানে বিনামূল্যে ছবি পাওয়া যায়। এমন কয়েকটি ওয়েবসাইট হলো আনস্প্ল্যাশ, পিক্সাবে, পিক্সেলস, স্টকস্ন্যাপবার্স্ট

এগুলোর ছবির ভাণ্ডার গুগলের মতো বড় নয়। তবে ছবির রেজুলেশন অনেক ভালো। তাই পেশাগত কাজে ছবিগুলো সহজেই ব্যবহার করা যায়।

পিএনজি ফরম্যাটের ছবি চাইলে ঢুঁ মারতে হবে পিএনজিপ্লে, আইকন৮পিএনজিমিং ওয়েবসাইটে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm