চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলার ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয় নানান শ্রেণি-পেশার মানুষকে।
এরপর বিকাল ৩টায় বর্ণাঢ্য র্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বন্দরটিলা ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মো. আরিফুল আমীনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের এমডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হোসেন আহম্মদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আসলাম, আওয়ামী লীগ নেতা আকবর হোসেন কবি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা, ছাত্রনেতা জাকের আহমেদ খোকন, শিক্ষক মোস্তফা কামাল, আবু তালেব, ফারজানা শিরিন মুন্নী, স্বপ্না বেগম, আলাউদ্দিন ফারুক, মো. রাফী, মো. ইসমাইল হোসেন।
আরও উপস্থিত ছিলেন আলমগীর বাদশা, মো. ফারুক, ডা. একেএম মাজহারুল, জাহিদ আনসারী,সিদ্দিক, রীনা আক্তার।
ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে ছিলেন ডা. মো. ওয়াহিদুজ্জামান রনি, ডা. নিগার সুলতানা, ডা. মো. ইমরান বিন শওকত, ডা. তাসমিন সুলতানা টুম্পা, ডা. মহিবুল্লা কামরুল, ডা. মঈন উদ্দিন, ডা. মো.সাজ্জাদ হোসেন, ডা. মো. আসাদ রায়হান, ডা. রাসেল, ডা. নওশীন, ডা. উর্মী, ডা. ফাহিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বন্দর-পতেঙ্গায় চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। কম খরচে এই প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে এলাকার বিশাল জনগোষ্ঠী।