ফৌজদারহাটে শিশু অপহরণের চেষ্টাকালে নারী আটক

0

সীতাকুণ্ডের শিশু অপহরণ করে পালানোর সময় ফৌজদারহাটে রেহেনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সলিমপুরের ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আরফাতুল ইসলাম সিফাত (৫) নামের শিশুটি ঘরের বাহিরে খেলা করার সময় এক মহিলা সিফাতকে কোলে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দোকানদার বিষয়টি দেখে ফেলে। সাথে সাথে মহিলাকে ধাওয়া করলে শিশুটিকে ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে এ নারী।

s alam president – mobile

এ সময় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

জানা গেছে, শিশু সিফাত নোয়াখালীর সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের সজল ইসলাম ও পারুল আক্তারের পুত্র। তারা দীর্ঘদিন সলিমপুরের বাংলাবাজারের পুরাতন দাইয়া বাড়ির আলমগীরের ভাড়া বাসায় বাস করছেন।
ফৌজদারহাটে শিশু অপহরণের চেষ্টাকালে নারী আটক 1

অন্যদিকে আটককৃত রেহানার স্বামীর নাম হারুন, পিতার নাম ইউনুচ মিয়া, সাং আলীপুর বলে জানায়। তবে তিনি বিস্তারিত ঠিকানা বলেননি। ধারণা করা হচ্ছে তিনি রোহিঙ্গা নারী।

Yakub Group

এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার জানান, ‘একটি শিশু অপহরণ করে পালানোর সময় মহিলাটিকে স্থানীয় এলাকাবাসী আটক করে। মহিলাটি তার পুরো ঠিকানা বলছে না।’

এমআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!