চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ইঞ্জিনের সঙ্গে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান আহ্বায়ক করে ৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
জানা গেছে, তদন্তে দায়িত্বহীনতা এবং লোকোমোটিভ (এলএম) ও সহকারী লোকোমোটিভের কোনো গাফেলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৭মিনিটে ফৌজদার হাট স্টেশনে ঢাকা থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একই লাইনে দাঁড়ানো অপর একটি ইঞ্জিনের সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রায় অর্ধশত লোক আহত হন।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবো। তদন্ত শুরু করেছি।’
জেএস/ডিজে