ফেয়ারের বহুতল ভবন নির্মান করবে পিটুপি কনস্ট্রাকশন

চ্যারিটি অর্গানাইজেশন ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশন (ফেয়ার) এর ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন ‘ফেয়ার মাল্টিপ্লেক্স হিউমেন সার্ভিস সেন্টার’ নির্মান করতে যাচ্ছে পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড।

ডিজাইন বিল্ড ম্যাটেরিয়াল কনসেপ্টে কমপ্লেক্সটি পরিপূর্ণভাবে নির্মান করতে ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এডুকেশন (ফেয়ার) এর সাথে পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেয়ার এর প্রেসিডেন্ট জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান। ফেয়ার এর ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক খানের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার এর ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম।

ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন (ফেয়ার) এর জেনারেল সেক্রেটারি ড. ফাহমিদা ইসলাম চৌধুরী এবং পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসচিব নওয়াব আসলাম হাবিব, পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার, পরিচালক প্রকৌশলী নাজিম উদ্দিন খান, ডিজিএম (কনস্ট্রাকশন) প্রকৌশলী মহসিন ইকবাল, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন রুবায়েত, ফেয়ারের পরিচালক শামিম আরা মামুন দিনা এবং যুগ্ম সম্পাদক আবুল হোসাইন ।

পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড কর্তৃপক্ষ জানায়, স্বাক্ষরিত চুক্তির আওতায় চট্টগ্রামের সদরঘাট এলাকায় ফেয়ারের ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক মাল্টিপ্লেক্স হিউমেন সার্ভিস সেন্টার নির্মানে ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কনস্ট্রাকশনসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড।

পিটুপির প্রকৌশলী মহসিন ইকবাল জানান, দ্রুততম সময়ে মাত্র ১৮ মাসের মধ্যে এই ১০ তলা ভবনটি নির্মাণের লক্ষ্য অর্জনে পিটুপি ইন্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন লিমিটেড উন্নত পরিকল্পনা এবং অত্যাধুনিক নির্মাণ প্রযুক্তির সমন্বয় সাধন করবে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!