ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : খালেদা ও তারেকসহ ৩ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

0

প্রতিদিন রিপোর্ট :

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের নামে মামলা করা হয়েছে।

khaleda-tarique_196870_8035

 

s alam president – mobile

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেয়ায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলাটি দায়ের করা হয়।

 

মামলার এজাহারে অপর অভিযুক্ত ব্যাক্তি হলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহমেদ সিদ্দিকী।

 

 

আজ সোমবার অতিরিক্ত মূখ্য বিচারিক হামিক আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের।

 

Yakub Group

বাদির আইনজীবী সাবেক পিপি অ্যাড. আবুল হাসেম জানান, গত ২৫ সেপ্টেম্বর ইরাদ আহমেদ সিদ্দিকী তার ব্যক্তিগত ফেসবুক পেইজে দেয়া ইংরেজি একটি পোষ্টে বলা হয়, শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তার চাদর থাকায় এবং ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করায় ‘শেখ হাসিনাকে হত্যা সম্ভব নয়, কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’

 

ইরাদ আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যোগ গ্রহণ করেছেন বলে পেইজে মন্তব্য লিখেন। অন্যদিকে ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের অনুমতিক্রমে তিনি এ পোস্ট দিয়েছেন। তাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। বলে জানিয়ে বাদির আইনজীবী সাবেক পিপি অ্যাড. আবুল হাসেম বলেন, আদালত মামলার নথি গ্রহণ করেছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!