ফেনী রেলস্টেশনে ম্যাজিস্ট্রেটের অভিযান

ট্রেনের টিকিটের কালোবাজারি রোধ, স্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতা, ট্রেনের যাত্রীদের নিরাপত্তা রক্ষা,
ও পাথর নিক্ষেপ প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ফেনী রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ফেনী রেলওয়ে স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী এবং নির্বাহী মাজিস্ট্রেট বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মাহবুব উল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের বানিজ্যিক কর্মকর্তা ইতি ধর, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী (২) রফিকুল ইসলাম।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm