ফুসফুসে ধরা পড়লো ইনফেকশন, শংকামুক্ত নন নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ফুসফুসেও ইনফেকশন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জানা যায় তিনি করোনা আক্রান্ত। করোনা আক্রান্তের পাশাপাশি ফুসফুসে সমস্যা ধরা পড়ায় পুরোপুরি শংকামুক্ত নন বলে জানান চিকিৎসকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে করোনা উপসর্গ নিয়ে পার্কভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুস আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে আসে। পার্কভিউ হাসপাতাল সূত্রে বিষয়টি জানা গেছে।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম বলেন, ‘সাবেক মেয়র আজম নাছির উদ্দীন সাহেবের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমাদের হসপিটালে তিনি ভর্তি আছেন। চিকিৎসকের পরামর্শে তাঁর অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নাছির ভাই কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলেন। ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে আসার পর শরীরে হালকা জ্বর ছিল। এতদিন বাসায় থেকে চিকিৎসা নিলেও চিকিৎসকের পরামর্শে মঙ্গলব সকালে ওনাকে আমরা হসপিটালে ভর্তি করিয়েছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm