আবারও জরিমানা গুনেছে চট্টগ্রামের ফুলকলির আরেক শোরুম। এবার মোড়কজাত করার নিয়ম না মানায় তাদের জরিমানা করেছে ভোক্তা অধিকার। এছাড়া একই অভিযানে ফার্মভিলেসহ একটি ওষুধ ও একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অভিযানে এ চার প্রতিষ্ঠান থেকে ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, অভিযানে নগরীর এনায়েতবাজার এলাকায় অনন্যা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
এছাড়া কাটগড় বাজার এলাকার ফার্মভিলে শোরুমে মেয়াদোত্তীর্ণ দই, মিষ্টি, বার্থডে কেক বিক্রি করায় ৪০ হাজার টাকা, মোড়কজাত করার বিধিমালা না মানায় ফুলকলিকে ১০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের অপরাধে খাজা হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ‘কাটগড় বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ করায় ফার্মভিলেকে ৪০ হাজার টাকা, মোড়কজাত করার বিধিমালা না মানায় ফুলকলিকে ১০ হাজার টাকা, খাজা হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এছাড়া এনায়েতবাজার এলাকায় অনন্যা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
আরএ/ডিজে