এবার ফুলকলিকে গুনতে হলো পাঁচ লাখ টাকা জরিমানা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও মেয়াদে কারচুপি এবং নিম্নমানের কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ফুলকলির বাকলিয়া কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ‘ফুলকলির উৎপাদিত খাবার নিয়ে ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করে আসছিলেন। তার ভিত্তিতেই বুধবার এক অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও মেয়াদে কারচুপি এবং নিম্নমানের কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ফুলকলির বাকলিয়া কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
আইএমই/ডিজে