ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ কেক-মিষ্টি পেল ভোক্তা

মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টি বিক্রি ও পণ্যের গায়ে ইচ্ছেমত মূল্য লিখে বিক্রির দায়ে ফুলকলিসহ আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নগরের চান্দগাঁও কামাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় কবির টাওয়ারে ফুলকলিকে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টি অনুমোদনহীন বিভিন্ন পানীয় বিক্রি ও পণ্যের গায়ে ইচ্ছে মতো মূল্য লিখে বিক্রয়ের অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয় নামের আলুর আড়তে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা ও বাজারে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান

সিএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm