ফুটফুটে শিশুর বিরল রোগ, বাঁচাতে হলে দরকার লিভার ট্রান্সপ্লান্ট

সাড়ে ৪ মাস বয়সী ফুটফুটে শিশু মাহিরা ইবনাত জহির। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার বাসিন্দা জনি ও তাহমিন দম্পতির শিশুকন্যা মাহিরা জম্মের পর থেকে ‘বিলিয়ারি অ্যাটরেসিয়া’ নামক বিরল রোগে আক্রান্ত। জন্মের পর থেকে তার পেট ফোলা ও পায়খানা সাদা। সমস্যা দিন দিন বাড়তে থাকলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান সে ‘Biliary Atresia’ রোগে আক্রান্ত।

চিকিৎসকরা জানান, এ রোগের চিকিৎসা না হলে ধীরে ধীরে লিভার নষ্ট হয়ে যায়। তাকে বাঁচাতে হলে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। ভারতের হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট করতে হলে ৬০-৭০ লাখ টাকা খরচ হবে। স্বল্প বেতনের চাকুরে জনির পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই মাহিরাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন ছোট্ট শিশু মাহিরার অসহায় বাবা মা।

সাহায্য পাঠাতে
ইসলামী ব্যাংক লিমিটেড স্টেশন রোড শাখা, অ্যাকাউন্ট নম্বর-২০৫০১৮৭০২০১৮৭০০১৮ এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড খুলশী শাখা একাউন্ট নম্বর ১১৯৪১২১২৬২৬৫৩৯৭।
বিকাশ ০১৮৪০৩২৭২৮২, ০১৭১৭১৮৬২৫৫।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!