ফুটপাত দখল, হোটেল জামানসহ ৭ প্রতিষ্ঠানের শাস্তি

বায়েজিদে ২০০ দোকান গুঁড়িয়ে দিল চসিক

চট্টগ্রামের বায়েজিদে অভিযান চালিয়ে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ষোলশহর দুই নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। এ সময় ফুটপাত দখলের দায়ে ৭ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুটি থানা এবং আনসার ব্যাটলিয়ানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাতের ২০০ দোকান ভেঙে দেওয়া হয়েছে।

এছাড়া ফুটপাত দখলের দায়ে হোটেল জামানকে ১০ হাজার টাকা, রণি এন্টারপ্রাইজকে ১০০ হাজার টাকা ও ক্যাফে বায়েজিদকে ১০ হাজার টাকা, নিউ মিউচ্যুয়াল হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা ও হাসান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল স্তূপ করে রাখার দায়ে মো. আলিমকে ৫ হাজার ও মো. ওসমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm