চট্টগ্রামের বায়েজিদে অভিযান চালিয়ে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ষোলশহর দুই নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। এ সময় ফুটপাত দখলের দায়ে ৭ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুটি থানা এবং আনসার ব্যাটলিয়ানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাতের ২০০ দোকান ভেঙে দেওয়া হয়েছে।
এছাড়া ফুটপাত দখলের দায়ে হোটেল জামানকে ১০ হাজার টাকা, রণি এন্টারপ্রাইজকে ১০০ হাজার টাকা ও ক্যাফে বায়েজিদকে ১০ হাজার টাকা, নিউ মিউচ্যুয়াল হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা ও হাসান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল স্তূপ করে রাখার দায়ে মো. আলিমকে ৫ হাজার ও মো. ওসমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এএ/এএইচ