চট্টগ্রাম নগরীতে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (৬ এপ্রিল) সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে ১২ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই অভিযান পরিচালনা করেন।
এছাড়া একই অভিযানে আবদুল আলীহাট বাজারে নিত্যপণ্যের বাজারদর তদারকি, মূল্য তালিকা যাচাই এবং বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
একইদিন চকবাজারে অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে চার দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগও জব্দ করা হয়।
এছাড়া বাদুরতলা এলাকায় ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মুনতাসির লিভিং লিমিটেডকে ১০ হাজার টাকা করা হয়। একইসঙ্গে লালখানবাজার মোড়ের বিরানী এক্সপ্রেসের মালিককে করা হয় ১২ হাজার টাকা জরিমানা।
আইএমই/ডিজে