ফুটপাত দখল করে ব্যবসা, ডবলমুরিংয়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও ডবলমুরিংয়ে ফুটপাত দখল করে ব্যবসা করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) আগ্রাবাদ ও ডবলমুরিং এলাকায় যৌথভাবে এ অভিযান চালিয়েছেন সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরীর এক্সেস রোড ও শেখ মুজিব রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ডবলমুরিং থানার ডিটি রোডের মনছুরাবাদ এলাকায় একই অপরাধে ৫ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm