ফুটপাত দখলমুক্ত করতে নগরীতে ট্রাফিক পুলিশের অভিযান শুরু

নগরীর ফুটপাত দখলমুক্ত করতে ‘ক্লিন রোড, ফ্রি রোড’ কর্মসূচির আওতায় আবার শুরু হয়েছে অভিযান পর্ব। এ অভিযান নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৩ মার্চ) চট্টগ্রাম নগরীর কদমতলীর ধনিয়ালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতের হকারদের উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘অতিরিক্ত কমিশনার স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। তার আগে হকারদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। কিন্তু তারা তা মানেনি। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm