ফিলিস্তিনের জনগণের জন্য ম্যানচেস্টারের চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের অনুদান

ইংল্যান্ডের ম্যানচেস্টার চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে ফিলিস্তিনের জনগণের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টার সময় ম্যানচেস্টার চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের সদস্যবৃন্দ ম্যানচেস্টার ফিলিস্তিনের দুতাবাসে গিয়ে ওনাদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউনিটি ওয়েলফেয়ারের সদস্য শোয়েব মোহাম্মদ, আব্দুল কাদের, করিম উদ্দীন, আব্দুর রহমান, ইব্রাহিম খলিল, নেছার খান, ফকরুল ইসলাম, কামাল উল আলম।

অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, ‘বাংলাদেশর মানুষের সঙ্গে ফিলিস্তিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ সবসময়ই স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন এবং সহযোগিতা করে আসছে। আর ফিলিস্তিনের জনগণও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সব সময়।’

ম্যানচেস্টারে এই সংগঠনটি গত বছরের লকডাউনের পর থেকে এ পর্যন্ত প্রায় ৭-৮ লাখ টাকার সমপরিমান অর্থ, পন্য সামগ্রী এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। ২০২১ সালের রমজান মাসে চট্টগ্রামসহ বাংলাদেশের কিছু এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী উপহার দেয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!