s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

ফিরোজশাহ কলোনির বৃদ্ধ ছিলেন করোনা পজিটিভ, জানা গেল মৃত্যুর পর

0

ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে নগরীর ফিরোজশাহ কলোনির বাসিন্দা ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি হয় এবং ওই দিন রাতে ১ টার দিকে তার মৃত্যু হয়। তবে তখন তার কাছ থেকে নুমনা সংগ্রহ করা হলে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমেদ। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৭২ বছর বয়সী এই বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই রোগী মারা যান। তিনি ফিরোজশাহ কলোনির বাসিন্দা।’

প্রসঙ্গত, এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৪১৭ জন। এর মধ্যে মৃত রোগীসহ আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। গত দুইদিনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে এবং একজনের মৃত্যুর পর করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

এসআর/এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm