ফিরিঙ্গীবাজার শনি মন্দিরে অনুদান দিলেন নওফেল

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাটা এলাকার শাহাজীপাড়া শনি মন্দিরের উন্নয়নে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (৭ জুলাই) এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মজুমদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন আনছারী, রেজাউল্লাহ খোকন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ মাসুদ করিম, শাওন ঘোষ।

আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির এডভোকেট প্রদীপ দাশ, ব্রিটিশ দাশ, সুমন্ত দাশ, সুকুমার দাশ, রাজীব দাশ।

এর আগে গত ২৭ জুন চট্টগ্রাম নগরীর প্রায় দুইশ বছরের পুরনো এনায়েত বাজার কেদারনাথ তেওয়ারী কলোনি জোড়া শিব মন্দির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১ লাখ টাকা অনুদান দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm