চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে ডাব ব্যবসায়ীরা। ওষুধ ব্যবসার পাশাপাশি ডাবের ব্যবসাও শুরু করে দিয়েছেন ফার্মেসির মালিকরা।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাইসা মেডিকেল হল নামের একটি ফার্মেসি থেকে বের করা হয় স্তূপে স্তূপে রাখা ডাব। তারা ক্রেতাদের সংকট দেখিয়ে ১৫০ টাকা করে প্রতিটি ডাব বিক্রি করছিল। সেইসঙ্গে ওই ফার্মেসিতে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ ওষুধও।
অভিযানে ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় অভিযানে দেখে অনেক ডাব ব্যবসায়ী পালিয়ে যান।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘ডেঙ্গুর কারণে ডাবের চাহিদা বেড়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ফার্মেসিগুলো ডাব বিক্রি শুরু করেছে। একটি ফার্মেসিতে টেবিলের ওপর কয়েকটি ডাব দেখে আমাদের সন্দেহ হয়। তখন ফার্মেসির পেছনে আমরা বিপুল পরিমাণে মজুদ করা ডাব দেখতে পাই। তাই দোকান মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ ডাব ব্যবসায়ীরা তখন পালিয়ে যান।’
আরএ/ডিজে