ফানুসের আগুন হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়েছে নগরীর নাসিরাবাদ এলাকার আল ফালাহ গলিতে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন আল ফালাহ গলির নাছির হোসেন নামে এক বাসিন্দা।
খবর পেয়ে সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে যায় বায়েজিদ ফায়ার স্টেশনের দমকল বাহিনী।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ফানুসের আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
জানা গেছে, আল ফালাহ গলির লতিফ ভিলার পাশে একটি টিনশেড বাসার ওপরে ফানুস ওড়ে এসে পড়ে। পরে স্থানীয়রা নিজেরাই চেষ্টা চালিয়ে ফানুসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আল ফালাহ গলির একটি টিনশেড বাসার ওপরে ফানুস ওড়ে এসে পড়ে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পাশের ভবনের থেকে নাছির নামে একজন ৯৯৯-এ কল দেন।’
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নেভানো হয়ে গেছে।’
আরএম/সিপি