ফাগুনে ফুলের মধুপানে পাখির দল (ছবির গ্যালারি)

বলতে গেলে প্রায় বসন্তের শুরু থেকেই দেশি ও কিছু বিদেশি গাছে ফুল ফুটতে থাকে। অবস্থা দেখে মনে হবে, বনে যেন ফাগুনের আগুন লেগেছে। আমাদের চারপাশের বন ও বনাঞ্চলের বাহারি শিমুল, পলাশ ও মাদার, কাঁটা মাদার, মান্দার বা প্রবাল আর অশোকের টকটকে লাল ফুল—যাদের ওই তীব্র লাল ঘোষণা করে বসন্তের আগমনকে।

মাদার বা প্রবাল, শিমুল এবং পলাশের প্রতিটি ফুলের গোড়ায় প্রচুর পরিমাণে মধু হয়। আর এ মধুর আকর্ষণে সেখানে ভ্রমরের সঙ্গে সঙ্গে ভিড় করে মৌমাছি, বোলতা, ভিমরুল, মাছি, প্রজাপতি, দেয়ালীপোকা বা মথ্ এবং অসংখ্য পাখপাখালির সঙ্গে কাঠবিড়ালী, বানর, বাদুড় এবং গন্ধগোকুলে দল। ফাগুনে এমন মধুপানে লিপ্ত পাখি ও তার কলকাকলি এবং ফুলের বাহারি দৃশ্য যে কী দর্শনীয় তা বলাই বাহুল্য।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে তোলা ছবি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm