চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামের মোটরসাইকেল মিস্ত্রি শাকিল নাথের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল ঘরের আলমিরার তালা ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও কাপড় চোপড় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা অভি রায় বলেন, রোববার রাতে মধ্যম তালবাড়িয়া গ্রামের মোটরসাইকেল মেকানিক শাকিল নাথের বাড়িতে পরিবারের লোকজন ছিল না। ফাঁকা বাড়িতে চোরের দল রান্না ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। রাতে শাকিলের বাবা বাড়িতে এসে আলমিরার তালা ভাঙ্গা দেখে মিরসরাই থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, চুরির খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ