ফসলি জমির মাটি নিয়ে যাচ্ছিল ইটভাটায়, দণ্ড ৩০ হাজার

চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডী এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পিকআপ ও মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয়।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এসময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে একটি ইটভাটার মালিক মোহাম্মদ ইসমাইলকে ৩০ হাজার টাকা জরিমানা করাসহ মাটি পরিবহনের একটি ট্রাক ও স্কেভেটর জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফয়সাল আহমেদ বলেন, কৃষি জমি ও টিলা কেটে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে একটি স্কেভেটর, একটি পিকআপ জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!