সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির সত্যতা পাওয়ায় মামলা করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বোর্ডের সচিব প্রফেসর ড. একেএম সামছু উদ্দিন আজাদ বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
মামলায় নারায়ণ চন্দ্র নাথের সঙ্গে অন্য আসামিরা হলেন— তার ছেলে নক্ষত্র দেব নাথ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান (৬১) এবং প্রফেসর মুস্তফা কামরুল আখতার।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএমই/ডিজে