ফলের দোকানে ইয়াবার ব্যবসা করে শেষমেশ ধরা

চট্টগ্রামের লোহাগাড়ায় ফলের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সময় খানে আলম প্রকাশ খানু সওদাগর (৫০) নামের এক দোকানদারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্পেশাল টিম। এ সময় তার ফলের দোকানে পাওয়া যায় এক হাজার ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বটতলী সদরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক খানে আলম সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

জানা গেছে, খানে আলম দীর্ঘদিন ধরে ফলের ব্যবসার আড়ালে পাইকারি ও খুচরাতে ইয়াবা বিক্রি করে আসছিল। এইবারসহ তিনি একই অপরাধে আরও ৩ বার আটক হয়েছিল। বার বার আটক হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খানে আলম আবারও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোফাজ্জল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম ফল ব্যবসায়ী খানে আলমকে এক হাজার ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছে পাওয়া যায় ইয়াবা বিক্রির ২৮ হাজার টাকা। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!