চট্টগ্রাম নগরীর ফলমন্ডির একটি দোকান থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান দোকানটির ম্যানেজার মো. আব্দুল কাদির। আপন খালাতো ভাইয়ের কাছে টাকাগুলো জমা রেখে দেশ ছেড়ে পালান তিনি। কিন্তু মূল হোতা পালালেও পুলিশের হাতে ধরা খেলেন সেই খালাতো ভাই-ই।
এছাড়া কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই দফায় ৯৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। এস আই মেহেদী হাসান শুভ, এস আই মোশাররফ হোসেন, এস আই মিজানুর রহমান, এস আই খোরশেদ আলম, এএসআই রমেশসহ পুলিশের একটি টিম এসব অভিযান পরিচালনা করেন।
সোমবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক।
গ্রেপ্তার মো. মাসুদুল আলম (৩০) আনোয়ারা উপজেলার গহিরা রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাচা মিয়া মাঝির হাটের এয়ার মোহাম্মদের ছেলে।
ওসি এসএম ওবায়েদুল হক জানান, গত ২৮ জুন ১৬ নম্বর স্টেশন রোড ফলমন্ডি রেলওয়ে মেন্স সুপার মার্কেটের মেসার্স তৈয়্যবিয়া ফার্মের মালিক মো. আলী হোসেন ওরফে আরিফের ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশ থেকে এক কোটি আট হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় ম্যানেজার মো. আব্দুল কাদির (২৫)।
এ বিষয়ে ২৯ জুন থানায় মামলা করেন ওই ব্যবসায়ী।
তথ্যপ্রযুক্তির সহায়তায় সেদিনই নগরীর বাকলিয়া থানার বলিরহাট শালবন আবাসিক এলাকায় আব্দুল কাদিরের এক বন্ধুর বাসা থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
এরপর সোমবার (১ জুলাই) আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার বেড়িবাঁধ এলাকায় রাতভর অভিযানে আরও ৪৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধারসহ মো. মাসুদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, মূল আসামি আব্দুল কাদিরকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিএস/ডিজে