ফরাসি সুপার কাপে পিএসজির রাজত্ব

ছিলেন না নেইমার

মৌসুম শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালই হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। নেইমারকে ছাড়াই লিগ ওয়ান চ্যাম্পিয়নরা পেয়েছে ট্রফি। রেনেকে হারিয়ে শনিবার ফরাসি সুপার কাপ জিতেছে পিএসজি।

চীনের শেনজেনে রেনেকে ২-১ গোলে হারিয়ে জিতে নিয়েছে মৌসুমের প্রথম শিরোপা। শুরুর ধাক্কা সামলে দলকে জয় এনে দেন দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ও আঞ্জেল ডি মারিয়া।

ফাইনালে দুর্দান্ত দাপটে শুরু করলেও স্রোতের বিপরীতে পিছিয়ে পড়ে পিএসজি। ১৩তম মিনিটে রেনেকে এগিয়ে দেন আদ্রিয়াঁ। এরপর মরিয়া পিএসজি সমতায় ফেরে ৫৭তম মিনিটে। গোলদাতা গত বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার এমবাপে। সতীর্থ টিলো কেরারের পাস থেকে বল পেয়ে গোল করতে ভুল করলেন না তিনি।

ফরাসি সুপার কাপে পিএসজির রাজত্ব 1
পিএসজির হয়ে হয়সূচক গোল করেন ডি মারিয়া।

খেলার ৭৩তম মিনিটে ডি মারিয়ার গোলে লিড নেয় লিগ চ্যাম্পিয়নরা। এই আর্জেন্টাইনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

সুপার কাপের ফাইনালে প্রতিবারই মুখোমুখি হয় লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও ফরাসি কাপ জয়ী দুই দল। এই লড়াইয়ে এবারও দাপট থাকল পিএসজির। টানা সপ্তমবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সব মিলিয়ে নবমবারের মতো পেলো ফরাসি সুপার কাপ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!