চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাব ভবন নির্মাণে দুই লাখ টাকা অনুদান দিলেন তরুণ শিল্পপতি ও মানারাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান রনি।
শনিবার (৪ জুলাই) ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি জাহেদ কুরাইশীর হাতে এ অনুদানের চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জামাল হোসেন টিপু।
মানারাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক মাহমুদুল হাসান রনি এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মফস্বল পর্যায়ে উন্নয়ন তরান্বিত করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা ও শৃঙখলা প্রতিষ্ঠায় পত্রিকার মফস্বল প্রতিনিধিরা কাজ করছে। ফটিকছড়ি প্রেসক্লাব এ উপজেলার সাংবাদিকদের একটি শক্তিশালী প্লাটফর্ম। এ সংগঠনটির সদস্যরা এ উপজেলার মানুষের কথা তুলে ধরছে রাষ্ট্রের সামনে। ফটিকছড়ির সংবাদকর্মীদের কল্যাণে মানারাত ইন্টারন্যাশনাল সব সময় পাশে থাকবে।’
এমএফও