ফটিকছড়ি প্রতিনিধি ॥
বৃহত্তর ফটিকছড়ির নারায়নহাট কলেজের এডহক কমিটির সভাপতি হলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাজিরহাট জে.এম.কালিম মাদ্রাসার সভাপতি এম. তৌহিদুল আলম বাবু।
গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো:শামসুদ্দীন ইলিয়াসের স্বাক্ষরিত একটি আদেশ পত্র আজ বৃহস্পতিবার নারায়নহাট কলেজের অধ্যক্ষের কাছে প্রেরণ করা হয়।
যার স্বারক নং ০৭/(চ-২০৪) জীতি:বি/কোড ৪৩৫৪। জাতীর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ক্ষমতা বলে নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে তৌহিদুল আলম বাবুকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।
ফটিকছড়ির সাংসদ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইভান্ডারী, জেলা আওয়ামী লীগ নেতা ড.মাহমুদ হাসান, সাবেক ছাত্রনেতা এইচ এম আবু তৈয়ব, ত্বরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ত্বরিকত ফেডারেশনের ফটিকছড়ির সভাপতি শাহজাদা বেলাল উদ্দিন শাহ্ অভিনন্দন জানান।
রিপোট : আনোয়ার হোসেন ফরিদ
এ এস / জি এম এম / আর এস পি :::