ফটিকছড়িতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১২

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানা যায় নি।

জানা গেছে, ধীর্ঘদিন ধরে যুবলীগ নেতা মহিউদ্দিন ও শহিদুল্লাহ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মহিউদ্দিন গ্রুপের কর্মীরা শহিদুল্লাহ গ্রুপের এক কর্মীকে মারধর করে। খবর পেয়ে শহিদুল্লাহ গ্রুপের কর্মীরা মহিউদ্দিন গ্রুপের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষে ১২ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় দু’পক্ষ ধারালো অস্ত্র, লাটিসোটা ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, সুন্দরপুরে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm