চট্টগ্রামের ফটিকছড়িতে বৈদ্যুতিক খুঁটি পড়ে নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল মনছুর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকাল ৫টায় পৌরসভার এবিসি উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে কাউন্সিলর মনছুর এবিসি উচ্চ বিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শনে যান। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি সরানোর কাজ চলছিল। তিনি সেটি দেখতে ওই স্থানে গেলে হঠাৎ খুঁটিটি তার গায়ের উপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।
এএইচ