ফটিকছড়িতে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা

ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা দিয়েছে বারমাসিয়া হিন্দুপাড়া প্রবাসী কল্যাণ সমিতি।

বারমাসিয়া সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রোববার (২৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমীতে কালিবাড়ি মন্দিরে এই সংবর্ধনা দেওয়া হয়।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য সুনীল সেনের সভাপতিত্বে ও জয় চন্দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুয়াবিল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন সুয়াবিল আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হোসেন তালুকদার, সুয়াবিল যুবলীগের আহ্বায়ক সুমন সিকদার।

সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত মেম্বার এক নম্বর ওয়ার্ডের রমজান আলী, দুই নম্বর ওয়ার্ডের মো. মুনছুর, তিন নম্বর ওয়ার্ডের সাধন চৌধুরী ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শিলা দে।

এতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দে, সাধারণ সম্পাদক শুভ দেসহ সেবা সংঘের সদস্যবৃন্দ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm