চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদল নগদ ৪০ হাজার টাকা ৪ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে বেড়াজালী পানিচত্বরী এলাকায় প্রবাসী জামাল উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ সময় ডাকাতের ভয়ে ঘরের মালিক আনা আহমদ প্রকাশ কালুশা (৭০) নামের এক বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন। আনা আহমদ প্রবাসী জামাল উদ্দিনের পিতা।
পরিবারের সূত্রে ইউপি সদস্য আনোয়ারুল আজিম জানান, অস্ত্র-সস্ত্র নিয়ে ৮/১০ জনের মুখোশপরা ডাকাতদল মধ্যরাতে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। একপর্যায়ে তারা নগদ ৪০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। তবে ধারনা করা হচ্ছে, ডাকাতের ভয়-ভীতিতে আনা আহমদ স্ট্রোক করে মারা গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম স্যারসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
এইচটি/এএইচ