ফটিকছড়িতে দুই ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক জিপের চালক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক জিপের চালক মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরীর বায়জিদ থানার অক্সিজেন এলাকা থেকে রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বাড়ি ফটিকছড়ির উপজেলার ভূজপুর এলাকায়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ‘জীপের ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে ফটিকছড়ি থেকে পালিয়ে নগরীর অক্সিজেন এলাকায় অবস্থান নিয়েছিল। সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি (বুধবার) হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী স্কুল এন্ড কলেজের দুই ছাত্রীকে চাপা দেয় জীপটি। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হন। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিশু আকতার (১৬) দক্ষিন পাইন্দং মোল্লার বাড়ির আবুল কালামেন কন্যা। নিহত নিশা মনি(১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm