ফটিকছড়িতে চাচার হাতে ধর্ষণের শিকার নয় মাসের শিশু !

0

দুগ্ধপোষ্য নয় মাসের শিশুকে ধর্ষণ করলেন শিশুটির চাচা!পিতৃতুল্য চাচার কোলে নয় মাসের শিশু কন্যাকে রেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়েছিলেন।শিশুর কান্না শুনে মা যখন চাচার কক্ষে ফিরলেন তখন চাচা মোজাম্মেল হক (২৫) দৌঁড়ে পালিয়ে যান। কোলে নিয়ে মা দেখলেন শিশুর গোপনাঙ্গ থেকে রক্ত ঝরছিল।

ঘটনাটি ঘটেছে ফটিকছড়ির নাজিরহাট এলাকায়। মঙ্গলবার (২৫ জুন) দুপরে ভিকটিম শিশুর পরিবারের পক্ষ থেকে ফটিকছড়ি থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মৌখিক অভিযোগ জানিয়ে শিশুর চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গিয়েছেন। চিকিৎসা শেষে থানায় এসে অভিভবাকরা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আমরা বিস্তারিত জেনে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

s alam president – mobile

ভিকটিম শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু,মা ও চাচাকে বাড়িতে রেখে পরিবারের অন্য সদস্যারা তাদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে যান।সেদিন দুপুরের দিকে চাচার কাছে রেখে মা কাজে ব্যস্ত হলে চাচা মোজাম্মেল হক শিশুটিকে নিজের রুমে নিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে মা দৌঁড়ে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় চাচা মোজাম্মেল পালিয়ে যান।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এফএম /এসএস

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!